আশা করি এই কোড দেখে পাইথনের ডাটাস্ট্রাকচার সর্ম্পকে কিছু ধারনা নেয়া যাবে।
পাইথনের কোড বুঝার আগে মনে রাখার মত কিছু জিনিসঃ
- পাইথনে branching এর জন্য কোন কার্লি ব্রাকেট { ... } নাই।
- Branching করতে হয় স্পেস দিয়ে।
- ৪ টা স্পেস standard.
- তারমানে এখানে indentation এর ভূমিকা ব্যাপক। :)
- পাইথনে single line কমেন্ট করা হয় # দিয়ে এবং multiple line কমেন্ট করা হয় """ comment """ দিয়ে।
- if condition লিখা হয় 1. if condition: 2. if condition: elif conditoin: else:
- range একটা ফাংশন যা লুপের রেঞ্জ ঠিক করে দেয় কত থেকে কত পর্যন্ত লুপ ঘুরবে। range(n) মানে লুপ ঘুরবে 0 থেকে n-1 পর্যন্ত। range(x,n) মানে লুপ ঘুরবে x থেকে n-1 পর্যন্ত।
- for loop লিখা হয়, 1. for i in range(x,y): এখানে লুপ x থেকে y-1 পর্যন্ত ঘুরবে। 2. for i in Li: মানে Li লিস্টের প্রতিটা এলিমেন্ট i হিসেবে থাকবে প্রতি ইটারেশনে।
- while loop লিখা হয় while condition:
- function লিখা হয়ঃ def function_name(parameter_list): ----
- Details about python
1.Bubble Sort:
Complexity:
Best case: O(N)
Average Case:O(N^2)
Worst Case: O(N^2)
2. Insertion Sort:
Complexity:
Best case: O(N)
Average Case: O(N^2)
Worst Case: O(N^2)
3.Quick Sort:
Complexity:
Best case: O(N log N)
Average Case: O(N log N)
Worst Case: O(N^2)
4. Merge Sort:
Complexity:
Best case: O(N log N)
Average Case: O(N log N)
Worst Case: O(N log N)
4. Counting Sort:
Complexity:
Best case: O(N)
Average Case: O(N)
Worst Case: O(N)
No comments:
Post a Comment