Saturday, November 29, 2014

Python: Build .py file to .exe

নরমালি যেসব পিসিতে পাইথন সেট-আপ করা আছে, সেখানে সরাসরি .py ফাইল রান করানো যায়। কিন্তু যেসব পিসিতে পাইথন সেট-আপ করা নাই সেখানে .py ফাইলকে নরমাল টেক্স ফাইলের মত করে দেখায়।
এখন কোন প্রোগ্রামার পাইথনে একটা প্রোগ্রাম লিখে  সবাইকে দেয়ার সময় এইটা বলবেনা যে এই আমার .py ফাইল এইবার এইটা রান করার জন্য আপনার পিসিতে পাইথন সেট-আপ দিয়ে নেন। :P :P
তাহলে এইটার সহজ সমাধান হল প্রোগ্রামকে কম্পাইল করে এমন একটা ফাইল সিস্টেমে নেয়া যেটা পাইথন না থাকলেও চলবে। সেই রকম একটা সিস্টেম হল .exe ফাইল। মানে executable ফাইল বানানো।

Wednesday, November 26, 2014

Python: Graph Theory Algorithm

পাইথনের ডাটা-স্ট্রাকচার ব্যবহার করে কিভাবে গ্রাফ থিওরির এ্যালগরিদম ইমপ্লিমেন্ট করতে হয়, তা দেখানো হয়েছে। এখান থেকে গ্রাফ থিওরি সর্ম্পকে তেমন কিছু জানা যাবে না কিন্তু গ্রাফ থিওরি জানা থাকলে এই কোড গুলা থেকে কিভাবে ইমপ্লিমেন্ট করতে হয় তা ধারনা পাওয়া যাবে।

Python: Sorting Algorithm

আশা করি এই কোড দেখে পাইথনের ডাটাস্ট্রাকচার সর্ম্পকে কিছু ধারনা নেয়া যাবে।

পাইথনের কোড বুঝার আগে মনে রাখার মত কিছু জিনিসঃ 

Popular posts