নরমালি যেসব পিসিতে পাইথন সেট-আপ করা আছে, সেখানে সরাসরি .py ফাইল রান করানো যায়।
কিন্তু যেসব পিসিতে পাইথন সেট-আপ করা নাই সেখানে .py ফাইলকে নরমাল টেক্স ফাইলের
মত করে দেখায়।
এখন কোন প্রোগ্রামার পাইথনে একটা প্রোগ্রাম লিখে সবাইকে
দেয়ার সময় এইটা বলবেনা যে এই আমার .py ফাইল এইবার এইটা রান করার জন্য আপনার
পিসিতে পাইথন সেট-আপ দিয়ে নেন। :P :P
তাহলে এইটার সহজ সমাধান হল প্রোগ্রামকে
কম্পাইল করে এমন একটা ফাইল সিস্টেমে নেয়া যেটা পাইথন না থাকলেও চলবে। সেই রকম
একটা সিস্টেম হল .exe ফাইল। মানে executable ফাইল বানানো।
Saturday, November 29, 2014
Python: Build .py file to .exe
Wednesday, November 26, 2014
Python: Graph Theory Algorithm
পাইথনের ডাটা-স্ট্রাকচার ব্যবহার করে কিভাবে গ্রাফ থিওরির এ্যালগরিদম ইমপ্লিমেন্ট করতে হয়, তা দেখানো হয়েছে। এখান থেকে গ্রাফ থিওরি সর্ম্পকে তেমন কিছু জানা যাবে না কিন্তু গ্রাফ থিওরি জানা থাকলে এই কোড গুলা থেকে কিভাবে ইমপ্লিমেন্ট করতে হয় তা ধারনা পাওয়া যাবে।
Python: Sorting Algorithm
আশা করি এই কোড দেখে পাইথনের ডাটাস্ট্রাকচার সর্ম্পকে কিছু ধারনা নেয়া যাবে।
পাইথনের কোড বুঝার আগে মনে রাখার মত কিছু জিনিসঃ
Subscribe to:
Posts (Atom)
Popular posts
-
C++ এ কিছু build in লাইব্রেরী আছে, যাদেরকে বলা হয় standard template library. এইসব STL ব্যবহার করে অনেক প্রবলেম অনেক সহজ...
-
Zalando ইন্টারভিউ প্রসেস শুরু হয় রিক্রুটারের Linkedin এ নক মাধ্যমে। বলা হয় Python backend position এ একটা opening আছে আমি ইন্টার...
-
তখন আমি Codemarshal এ, আমাদের হোম অফিস শুরু হয়েছে মার্চ ২০২০ থেকেই। প্রথম দিকে কাজের প্রেশার থাকলেও তারপর কাজ একদমেই কমে গেল। হা...