Sunday, April 17, 2022

Interview experience with Zalando

Zalando ইন্টারভিউ প্রসেস শুরু হয় রিক্রুটারের Linkedin এ নক মাধ্যমে। বলা হয় Python backend position এ একটা opening আছে আমি ইন্টারেস্টেড কিনা। আমিও হ্যাঁ বলে দিলাম। 😀

প্রথম ধাপ শুরু হল Coding test দিয়ে। রিক্রুটার codility টেস্টের লিঙ্ক পাঠালো। দুইদিন পর টেস্ট দিতে বসলাম। কিন্তু টেস্ট দিতে গিয়েই বিপত্তি, প্রথমে প্রাকটিস লিঙ্কে ক্লিক করে ৫ মিনিট একটা প্রাকটিস কোড সাবমিট দিতেই মেইন টেস্ট সাবমিট হয়ে গেল। স্কোর দেখালো শূন্য। Codility এর বাগ ছিল মনে হয়। তারপর রিক্রুটারকে পুরা কাহিনী ডিটেইলসে লিখে মেইল করলাম। Auto reply আসলো রিক্রুটার ছুটিতে। তারপর ১ সাপ্তাহ পর রিপ্লাই দিল সে ইঞ্জিনিয়ারিং ম্যানেজারকে জানিয়েছে। আমার সাবমিশন review করে জানাবে। তারপর ১ দিন পর আবার নতুন টেস্ট লিঙ্ক দিল। তারপর আবার ২ দিন পর টেস্ট দিতে বসলাম। এবং রিক্রুটার বলেই দিয়েছিল এইটা যেহেতু স্পেশাল কেস তাই আমি কোন টেস্টের রেজাল্ট সাথে সাথে দেখতে পারব না। মেন্যুয়ালি টেস্ট করবে আমার কোড। যাই হোক টেস্ট দিলাম, ২০ মিনিটেই ৩ টা প্রবলেম সল্ভ করে সাবমিট দিয়ে দিলাম। আমার জন্য প্রবলেম গুলা Easy piece of cake ছিল।

Popular posts