Friday, December 24, 2021

Timeline of 2020 - 2021 & Preparation


তখন আমি Codemarshal এ, আমাদের হোম অফিস শুরু হয়েছে মার্চ ২০২০ থেকেই। প্রথম দিকে কাজের প্রেশার থাকলেও তারপর কাজ একদমেই কমে গেল। হাতে প্রচুর সময়।

একদিন আমার এক্স কলিগ মাসুম বলল চলেন ভাই হ্যাকাথন করি, ভাল প্রাইজ মানি আছে। আমিও চিন্তা করলাম করায় যায়। তারপর আমি, মাসুম ও শাকিল ভাই মিলে টিম করলাম। এবং আমরা Redis ‘Beyond Cache’ Hackathon এ জয়েন করলাম। আমরা পুরা ৪ সাপ্তাহের একটা কাজের টার্গেট করে কাজ শুরু করে দিলাম।

এর মধ্যে এপ্রিলে মাসে Amazon Canada এর hiring manager Linkedin এ নক দিল। ইন্টারভিউ দিলাম এবং ৩ নাম্বার ইন্টারভিউতে রিজেক্ট খেয়ে গেলাম। তখনও আমি সিওর ছিলাম না, আমি দেশর বাইরে জবের জন্য ট্রাই করব, তাই কোন রকম প্রিপারেশন ছাড়া ইন্টারভিউ দেয়া। মূলত তখন থেকে আমার দেশের বাইরে জবের প্রসেস শুরু।

Popular posts