তখন আমি Codemarshal এ, আমাদের হোম অফিস শুরু হয়েছে মার্চ ২০২০ থেকেই।
প্রথম দিকে কাজের প্রেশার থাকলেও তারপর কাজ একদমেই কমে গেল। হাতে প্রচুর
সময়।
একদিন আমার এক্স কলিগ মাসুম বলল চলেন ভাই হ্যাকাথন করি, ভাল
প্রাইজ মানি আছে। আমিও চিন্তা করলাম করায় যায়। তারপর আমি, মাসুম ও শাকিল ভাই
মিলে টিম করলাম। এবং আমরা
Redis ‘Beyond Cache’ Hackathon
এ জয়েন করলাম। আমরা পুরা ৪ সাপ্তাহের একটা কাজের টার্গেট করে কাজ শুরু করে
দিলাম।
এর মধ্যে এপ্রিলে মাসে Amazon Canada এর
hiring manager Linkedin এ নক দিল। ইন্টারভিউ দিলাম এবং ৩ নাম্বার ইন্টারভিউতে
রিজেক্ট খেয়ে গেলাম। তখনও আমি সিওর ছিলাম না, আমি দেশর বাইরে জবের জন্য ট্রাই
করব, তাই কোন রকম প্রিপারেশন ছাড়া ইন্টারভিউ দেয়া। মূলত তখন থেকে আমার দেশের
বাইরে জবের প্রসেস শুরু।
Friday, December 24, 2021
Timeline of 2020 - 2021 & Preparation
Subscribe to:
Posts (Atom)
Popular posts
-
C++ এ কিছু build in লাইব্রেরী আছে, যাদেরকে বলা হয় standard template library. এইসব STL ব্যবহার করে অনেক প্রবলেম অনেক সহজ...
-
Zalando ইন্টারভিউ প্রসেস শুরু হয় রিক্রুটারের Linkedin এ নক মাধ্যমে। বলা হয় Python backend position এ একটা opening আছে আমি ইন্টার...
-
তখন আমি Codemarshal এ, আমাদের হোম অফিস শুরু হয়েছে মার্চ ২০২০ থেকেই। প্রথম দিকে কাজের প্রেশার থাকলেও তারপর কাজ একদমেই কমে গেল। হা...