C++ এ কিছু build in লাইব্রেরী আছে, যাদেরকে বলা হয় standard template library. এইসব STL ব্যবহার করে অনেক প্রবলেম অনেক সহজে করে ফেলা যায়। যেমন কোন প্রবলেমে যদি stack,queue এইগুলা ব্যবহার করা লাগে, এইগুলার জন্য নতুন করে কোড লেখার প্রয়োজন পরে না। stack,queue stl ব্যবহার করেই প্রবলেম সল্ভ করা যায়।
vector:
ভেক্টর নরমাল এ্যারের মতই। এর সুবিধা হল যখন ইচ্ছে সাইজ পরিবর্তন করা যায়।
vector declare:
vector ব্যবহার করার জন্য header file
vector include করতে হবে।
vector <
type >
Name;