Python কি ??
Python বর্তমানে বহুল ব্যবহৃত একটি High level পোগ্রামিং ল্যাংগুয়েজ. Python
মূলত একটি Interpreted প্রোগ্রামিং ল্যাংগুয়েজ। C/C++, Java সাথে Python এর মূল
পার্থক হল এখানেই। C/C++, Java হল Compiled ল্যাংগুয়েজ, Python হল Interpreted
ল্যাংগুয়েজ. Compiled ল্যাংগুয়েজ গুলো পুরো প্রোগ্রামকে একবারে machine code এ
compile করে executable file এ সেভ করে। কিন্তু Interpreted প্রোগ্রামিং
ল্যাংগুয়েজ গুলো রান টাইমে লাইন বাই লাইন machine code এ কনর্ভাট করে প্রোগ্রাম
রান করে। তাই python অন্যান্য প্রোগ্রামিং ল্যাংগুয়েজের তুলনায় একটু ধীরগতির। তবে
চিন্তার কোন কারন নাই, বর্তমানে আমাদের কম্পিউটার গুলো অনেক গতিসম্পন্ন। তাই
Python এর এই ধীরগতি আমলে না নিলেও চলবে। :P :P