Monday, December 22, 2014

Python: ইন্সটলেশন

Python setup:

যারা Linux অথবা Mac ব্যবহার করেন, তাদের নতুন করে পাইথন ইন্সটল করার প্রয়োজন নেই। কারনে এই দুইটা অপারেটিং সিস্টেমে built-in পাইথন সেটআপ করা থাকে।
Windows এর জন্য পাইথন ডাউনলোড করা যাবে এইখান থেকে।
পাইথন ডাউনলোড করার পর, সাধারন software এর মত ডাবল ক্লিক করে, next next দিয়ে ইন্সটল করে নিতে হবে।

Sunday, December 14, 2014

Python: শুরুর আগের কিছু কথা।

Python কি ??

Python বর্তমানে বহুল ব্যবহৃত একটি High level পোগ্রামিং ল্যাংগুয়েজ. Python মূলত একটি Interpreted প্রোগ্রামিং ল্যাংগুয়েজ। C/C++, Java সাথে Python এর মূল পার্থক হল এখানেই। C/C++, Java হল Compiled ল্যাংগুয়েজ, Python হল Interpreted ল্যাংগুয়েজ. Compiled ল্যাংগুয়েজ গুলো পুরো প্রোগ্রামকে একবারে machine code এ compile করে executable file এ সেভ করে। কিন্তু Interpreted প্রোগ্রামিং ল্যাংগুয়েজ গুলো রান টাইমে লাইন বাই লাইন machine code এ কনর্ভাট করে প্রোগ্রাম রান করে। তাই python অন্যান্য প্রোগ্রামিং ল্যাংগুয়েজের তুলনায় একটু ধীরগতির। তবে চিন্তার কোন কারন নাই, বর্তমানে আমাদের কম্পিউটার গুলো অনেক গতিসম্পন্ন। তাই Python এর এই ধীরগতি আমলে না নিলেও চলবে। :P :P

Popular posts