Zalando ইন্টারভিউ প্রসেস শুরু হয় রিক্রুটারের Linkedin এ নক মাধ্যমে। বলা হয়
Python backend position এ একটা opening আছে আমি ইন্টারেস্টেড কিনা। আমিও হ্যাঁ
বলে দিলাম। 😀
প্রথম ধাপ শুরু হল Coding test দিয়ে। রিক্রুটার
codility টেস্টের লিঙ্ক পাঠালো। দুইদিন পর টেস্ট দিতে বসলাম। কিন্তু টেস্ট দিতে
গিয়েই বিপত্তি, প্রথমে প্রাকটিস লিঙ্কে ক্লিক করে ৫ মিনিট একটা প্রাকটিস কোড
সাবমিট দিতেই মেইন টেস্ট সাবমিট হয়ে গেল। স্কোর দেখালো শূন্য। Codility এর বাগ
ছিল মনে হয়। তারপর রিক্রুটারকে পুরা কাহিনী ডিটেইলসে লিখে মেইল করলাম। Auto
reply আসলো রিক্রুটার ছুটিতে। তারপর ১ সাপ্তাহ পর রিপ্লাই দিল সে ইঞ্জিনিয়ারিং
ম্যানেজারকে জানিয়েছে। আমার সাবমিশন review করে জানাবে। তারপর ১ দিন পর আবার
নতুন টেস্ট লিঙ্ক দিল। তারপর আবার ২ দিন পর টেস্ট দিতে বসলাম। এবং রিক্রুটার
বলেই দিয়েছিল এইটা যেহেতু স্পেশাল কেস তাই আমি কোন টেস্টের রেজাল্ট সাথে সাথে
দেখতে পারব না। মেন্যুয়ালি টেস্ট করবে আমার কোড। যাই হোক টেস্ট দিলাম, ২০
মিনিটেই ৩ টা প্রবলেম সল্ভ করে সাবমিট দিয়ে দিলাম। আমার জন্য প্রবলেম গুলা Easy
piece of cake ছিল।
Tanvir's blog
Sunday, April 17, 2022
Interview experience with Zalando
Saturday, January 15, 2022
Interview experience with HeyJobs
HeyJobs এ ইন্টারভিউ প্রসেস শুরু এই মেইল দিয়ে
Hi Tanvir, thanks a lot for your application and interest in working at HeyJobs. We like your profile a lot which is why we want to set up a first call with you. When is usually a good time (Berlin time/CEST) for you next week? Looking forward to hearing back from you.
Thursday, January 13, 2022
Interview experience with Seerene
ইন্টারভিউ প্রসেস শুরু Linkedin এ এপ্লাই করার পরে, HR এর মেইলের মাধ্যমে।
প্রথম মেইলে জিজ্ঞাস করল আমার ফ্রি সময় কখন, সেইভাবে কোডিং টেস্ট এ্যারেঞ্জ
করবে। তারপর ফ্রি টাইম সিডিওল দেয়ার পরে হ্যাকারর্যাঙ্কে কোডিং টেস্ট এর লিঙ্ক
দিল।
কোডিং টেস্টে ৩ টা প্রবলেম ছিল Adhoc, greedy, string রিলেটেড
প্রবলেম এর। আর MCQ ছিল ১০ টা পাইথন রিলেটেড। কোডিং টেস্ট এর স্কোর ১০০% ছিল।
পজিশন python এ ছিল, তাই প্রবলেম গুলা python এই সল্ভ করেছি।
তারপর
কোডিং টেস্ট এর স্কোর দেখে সেকেন্ড ইন্টারভিউ সেট করল Engineering manager ও
একজন Senior software engineer এর সাথে।
Friday, December 24, 2021
Timeline of 2020 - 2021 & Preparation
তখন আমি Codemarshal এ, আমাদের হোম অফিস শুরু হয়েছে মার্চ ২০২০ থেকেই।
প্রথম দিকে কাজের প্রেশার থাকলেও তারপর কাজ একদমেই কমে গেল। হাতে প্রচুর
সময়।
একদিন আমার এক্স কলিগ মাসুম বলল চলেন ভাই হ্যাকাথন করি, ভাল
প্রাইজ মানি আছে। আমিও চিন্তা করলাম করায় যায়। তারপর আমি, মাসুম ও শাকিল ভাই
মিলে টিম করলাম। এবং আমরা
Redis ‘Beyond Cache’ Hackathon
এ জয়েন করলাম। আমরা পুরা ৪ সাপ্তাহের একটা কাজের টার্গেট করে কাজ শুরু করে
দিলাম।
এর মধ্যে এপ্রিলে মাসে Amazon Canada এর
hiring manager Linkedin এ নক দিল। ইন্টারভিউ দিলাম এবং ৩ নাম্বার ইন্টারভিউতে
রিজেক্ট খেয়ে গেলাম। তখনও আমি সিওর ছিলাম না, আমি দেশর বাইরে জবের জন্য ট্রাই
করব, তাই কোন রকম প্রিপারেশন ছাড়া ইন্টারভিউ দেয়া। মূলত তখন থেকে আমার দেশের
বাইরে জবের প্রসেস শুরু।
Friday, April 15, 2016
C++ STL & Tricks-1
C++ এ কিছু build in লাইব্রেরী আছে, যাদেরকে বলা হয় standard template library. এইসব STL ব্যবহার করে অনেক প্রবলেম অনেক সহজে করে ফেলা যায়। যেমন কোন প্রবলেমে যদি stack,queue এইগুলা ব্যবহার করা লাগে, এইগুলার জন্য নতুন করে কোড লেখার প্রয়োজন পরে না। stack,queue stl ব্যবহার করেই প্রবলেম সল্ভ করা যায়।
vector:
ভেক্টর নরমাল এ্যারের মতই। এর সুবিধা হল যখন ইচ্ছে সাইজ পরিবর্তন করা যায়।
vector declare:
vector ব্যবহার করার জন্য header file
vector include করতে হবে।
vector <
type >
Name;
Popular posts
-
C++ এ কিছু build in লাইব্রেরী আছে, যাদেরকে বলা হয় standard template library. এইসব STL ব্যবহার করে অনেক প্রবলেম অনেক সহজ...
-
Zalando ইন্টারভিউ প্রসেস শুরু হয় রিক্রুটারের Linkedin এ নক মাধ্যমে। বলা হয় Python backend position এ একটা opening আছে আমি ইন্টার...
-
তখন আমি Codemarshal এ, আমাদের হোম অফিস শুরু হয়েছে মার্চ ২০২০ থেকেই। প্রথম দিকে কাজের প্রেশার থাকলেও তারপর কাজ একদমেই কমে গেল। হা...